
ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের কেন্দ্র হিসেবে ব্যবহৃত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল ৮৩.৫২%।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বাকৃবির ছয়টি অনুষদের আওতাধীন ১৮টি কেন্দ্রে ১৭৭টি কক্ষে মোট ৮,৭২৮ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার-১ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক।”
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগত শিক্ষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সম্পৃক্ত বাকৃবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
ঢাবির ভর্তি পরীক্ষার ময়মনসিংহ কেন্দ্রের সমন্বয়ক ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। ইউনিট সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পশুপালন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
মাগুরা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান...
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঠা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংব...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্...
মন্তব্য (০)