• অর্থনীতি

দুই দিন ছুটি কাটিয়ে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

  • অর্থনীতি
  • ৩১ জানুয়ারী, ২০২১ ১১:৫২:৫৮

ছবিঃ সিএনআই

হিলি প্রতিনিধিঃ সাপ্তাহিক ছুটি ও হাকিমপুর পৌর নির্বাচন উপলক্ষে টানা দুই দিন ছুটি কাটিয়ে আজ রবিবার আবারো থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে । আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক প্রবেশ মধ্যে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।    

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও ৩০ই জানুয়ারি শনিবার হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় দুই দিন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো । দুই দিনের ছুটি কাটিয়ে আজ রবিবার থেকে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।   

এদিকে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান,আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পাশাপাশি বন্দরের পণ্য লোড় আনলোড়সহ সকল কার্যক্রম শুরু হয়েছে।             

মন্তব্য ( ০)





  • company_logo