• সমগ্র বাংলা

গৌরনদীতে বায়োফটিফাইড জিংক ধান বিজ সম্পর্কে প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা
  • ০৩ জানুয়ারী, ২০২১ ১৫:৪৩:৪৪

ছবিঃ সিএনআই

 

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা সহকারী, উপসহকারী কৃষি কর্মকতার্দের নিয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ এর অথার্য়নে ও সিসিডিবিথর বাস্তবায়নে বায়োফটিফাইড জিংক ধান বিজ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকতার্ ও প্রধান ড. মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকতার্ শারমিন আক্তার, সিসিডিবিথর কেন্দ্রীয় অফিসের কৃষি এবং বীজ কর্মসূচি সমন্বয়কারী সমীরণ বিশ্বাস, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। সিসিডিবিথর কর্মসুচি কর্মকতার্ সুকল্যাণ রায়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকতার্ জাহিদ হোসেন, সহকারী কৃষি কর্মকতার্ আক্কাস উদ্দিন শরীফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকতার্ আলী আজগর মোল্লা, উপসহকারী কৃষি কর্মকতার্ আবুল কালাম আজাদ, দিপাঙ্কর বাড়ৈ, মোঃ রিয়াদ হোসেন প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকতার্, মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo