প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ষোষনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে আইন প্রয়োগকারি সংস্হার গুলিতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আজ রবিবার উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন সম্পন্ন হয়।
জানা গেছে, ৩ টি ইউনিয়ন পরিষদের ১ নম্বর আজিমপুর, ২ নম্বর ফরক্কাবাদ এবং ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধারন সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহন শেষে ১ নম্বর আজিমপুর ইউনিয়নের সিংগুইল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্র গননার ফলাফল নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকেরা ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গণনার পরেও প্রিজাইডিং অফিসার ফলাফলের প্রমান স্বরূপ কাগজ দিচ্ছেন না বলে বিএনপির দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্মীদের কারনে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় পরিস্হিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে আইন প্রয়োগকারি সংস্হার লোকেরা।
এতে শরিরের বিভিন্ন স্হানে রাবার বুলেটে আহত হন সিংগুইল গ্রামের মৃত মাহমুদ বক্সের ছেলে মােহাম্মদ আলী (৭০)। রাত ৯ টা ৫ মিনিটে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।
সংঘর্ষ এবং রাবার বুলেটসহ শফিকুল (৩৫) এবং আইজুল মাষ্টার (৪২)সহ আরাে ৬ জন আহত হয়েছে। আইনি ঝামেলা এড়াতে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি ক্লিনিকসহ বিভিন্ন স্হানে চিকিৎসা নিচ্ছে তারা।
এদিকে সিংগুইল হামিদ হামিদা উচ বিদ্যালয় কেন্দ্রে দ্বায়িত্ব পালনকারি প্রিজাইডিং অফিসার বিরল ইউআরসি ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান দাবি করেছেন ভোট গ্রহন এবং গননা শেষে তাৎক্ষনিকভাবে সংশ্লিস্ট পুলিন এজেন্টকে কপি সরবরাহ করাসহ ফলাফলের কপি বাইরে টাঙ্গিয়ে দিয়েছেন তিনি। অপপ্রচারের বিভ্রান্তির কারনে সংঘর্ষে জড়িয়েছিল প্রার্থীর কর্মী সমর্থকেরা। এসময় পরিস্হিতি নিয়ন্ত্রনে গুলি চালিয়েছে আইন প্রয়োগকারি সংস্হার লোকেরা।
অন্যদিকে বারবার অফিশিয়াল মোবাইর নম্বরে কোল দেওয়া হলেও কোল রিসিভ করেননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)