• শিশু সংবাদ
  • লিড নিউজ

ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ০১ নভেম্বর, ২০২০ ১৬:৫৪:৪১

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোববার সকাল আনুমানিক ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের সোহেল মিয়ার ছেলে সোহান নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সোহান বাড়ির কাছে খেলতে গেলে কিছুক্ষণ পরই তাকে খোঁজা শুরু করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। পরে পরিবারের লোকজন বাড়ির কাছের পুকুরে সোহানের ভাসমান দেহ দেখতে পায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মৌসুমি তানিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo