• শিশু সংবাদ

চট্টগ্রামের হালিশহরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

  • শিশু সংবাদ
  • ১৪ মে, ২০২৪ ১১:২৫:৪২

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম হালিশহরে পুকুরে ডুবে সামিদ (৯) নামের এক শিশুর সলিল সমাধি ঘটেছে। জানা যায়,গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর হালিশহর কাজির গলি সুলতান আহমদ জামে মসজিদের পাশের পুকুরে ডুবে দৌলত মালুম বাড়ীর মো: শাহজাহানের শিশুপুত্র সামিদুল এর সলিল সমাধি ঘটেছে।

সামিদুলের মা বাড়ীর কাজে ব্যস্ত সময় করাকালে সামিদুল কারো অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘ খুজাঁখুজির পর সামিদুলের লাশ ভেসে উঠলে পুকুর হতে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামিদকে মৃত ঘোষনা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo