• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে সংগ প্রকল্পের উদ্যোগে ২২হাজার ৮শ গাছের চারা বিতরণ 

  • উদ্যোক্তা খবর
  • ০৮ অক্টোবর, ২০২০ ১৩:৫৪:১৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম  প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ইকো-কো অপারেশন ও আরডিআরএস কর্তৃক বাস্তবায়িত সংগ প্রকল্পের উদ্যোগে পরিবার পর্যায়ে পুষ্টি ঘাটতি পূরনের লক্ষ্যে চিলমারী উপজেলার রমনা ও চিলমারী ইউনিয়নের ৩ হাজার ৮শ উৎপাদক দলের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চিলমারী আরডিআরএস অফিস চত্বরে চারা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ, এম, রায়হান শাহ।

রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, সংগ প্রকল্পের উপজেলা সমন্বয়ক আহসানুল কবীর বুলু সাংবাদিক এস এম নুরুল আমিন সরকার, সংগ প্রকল্পের ক্রয় কর্মকর্তা রুবেল মিয়া, ইউনিয়ন ফেসিলিটেটর মমেনা খাতুন প্রমুখ। এসময় প্রতিটি সদস্যকে ২টি করে  মালটা , ২ টি থাই জাম্বুরা ও ২ টি আমসহ মোট ২২ হাজার ৮শ গাছের চারা বিতরণ করা হয় । 

মন্তব্য ( ০)





  • company_logo