• উদ্যোক্তা খবর

গোপালপুরে বৃক্ষরোপণ ও তালবীজ বপন অভিযান উদ্বোধন

  • উদ্যোক্তা খবর
  • ০৬ অক্টোবর, ২০২০ ১৯:৪৮:৩২

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: গাছ লাগিয়ে গাছ বাঁচিয়ে, গাছেই সাজাই দেশ তবেই হবে সবুজ সতেজ, সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরের ২০০০ তালবীজ বপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় স্বেচ্ছাব্রতীদের উদ্যোগে (৬ অক্টোবর) সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে ২০০০ তালবীজ বপনের কার্যক্রম উদ্বোধন করেন। 

এসময় স্বেচ্ছাব্রতীদের সাথে নিজ হাতে তালবীজ বপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসাার শামসুল আলম খান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ও স্থানীয় স্বেচ্ছাব্রতী নেতৃবৃন্দ। স্বেচ্ছাব্রতীগণ  নিজেদের সংগৃহীত  ২০০০ তালবীজ  ইউনিয়নব্যাপী বপনের এই মহতী উদ্যোগ গ্রহন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo