• উদ্যোক্তা খবর

মানবসেবার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

  • উদ্যোক্তা খবর
  • ৩০ জুলাই, ২০২০ ১৬:২৭:৩০

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ  পটুয়াখালীতে মানবসেবার উদ্যোগে স্কুলের গরীব অসহায় শিক্ষার্থীদের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন বিতরন করেছেন মানবসেবা সংগঠনের পটুয়াখালী জেলা ভলান্টিয়ার কে.এম.জাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন অসহায় শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন দক্ষিন তুষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল রাজ্জাক, শিক্ষক কাজী আনোয়ার ও মানবসেবার জেলা সদস্য সাব্বিরসহ অন্যান্য কর্মীবৃন্দ।

খাদ্য সামগ্রী গ্রহনকালে ৫ম শ্রেনীর শিক্ষার্থী মোসাঃ সুমাইয়া এবং মোঃ আশিকুর রহমান বলেন তারা এই উপহার পেয়ে অনেক খুশি। করোনায় গ্রামাঞ্চলে কেউ তাদের এমন খাদ্য দেয়নি। তাই মানবসেবাকে ধন্যবাদ জানিয়েছে তারা। অসহায় দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরনকালে কে.এম.জাহিদ হাসান বলেন, আমাদের স্বপ্ন দেশের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটানো। তারই ধারাবাহিকতায় মানবসেবা সংগঠন পটুয়াখালী জেলাধীন সদর উপজেলার কিছু গরিব শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। আমাদের শিশুরাই আমাদের পরবর্তি দেশ গড়ার কারিগর। তাই গরিব শিশুদের পাশে আমরা আছি সব সময়।

মন্তব্য ( ০)





  • company_logo