• উদ্যোক্তা খবর

ডা: কমল কুন্ডু’র অর্থায়নে চাটমোহরে দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন

  • উদ্যোক্তা খবর
  • ২৫ জুলাই, ২০২০ ১১:২৩:২৭

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র কুন্ডু স্মরণে তার ছেলে দেশবরেণ্য চিকিৎসক ময়মনসিংহ শহরের কুন্ডু প্যাথলজি’র সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা: কমল কৃষ্ণ কুন্ডু’র অর্থায়নে আজ ২৪ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় দ্বিতীয় পর্যায়ে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাটমোহর শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো: সজীব শাহরিন। উদ্বোধনী আয়োজনে গীতাপাঠ করেন শ্রী সুভাষ চন্দ্র দাস। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত চৈতন্য, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শম্ভুনাথ কুন্ডু, রিন্টু কুন্ডু প্রমূখ।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়দেব কুন্ডু গনো, সাংগঠনিক সম্পাদক কিংকর সাহা, চ্যানেল টোয়েন্টিফোর-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শ্রী অজিত সরকার ডা: উপেন্দ্র মালাকার, পলাশ কুন্ডু, শ্রী জরিন্টু কুন্ডু, নূরুল ইসলাম ভূট্টো, মাধব দত্ত, রঘুনাথ শীল, নিপেন ঘোষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা: কুন্ডু’র অর্থায়নে করোনা পরিস্থিতিতে গত ১৬ মে প্রথম পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে প্রায় দেড় হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ধারাবাহিক ভাবে পৌর সদর এবং বিভিন্ন ইউনিয়নে অন্তত: ২১ শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হবে। আজ প্রথম দিনেই প্রায় আড়াশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে পরিবার প্রতি ৬ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০ মি: লি: সয়াবিন, ৫০০ গ্রাম লবন সমন্বয়ে একটি করে প্যাকেট বিতরণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo