• লিড নিউজ

পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৪১ জন, ৪ জনের রিপোর্ট নেগেটিভ

  • লিড নিউজ
  • ০৬ এপ্রিল, ২০২০ ১৪:০০:১১

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া আছে। বাড়ির বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে সবাইকে। সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে ৬ এপ্রিল থেকে বিকাল ৫টার পর ঔষধের দোকান ছাড়া সকল দোকান এবং বাজার বন্ধ রাখতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশ প্রদান করেছেন। জেলা প্রশাসকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১ জন এবং হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৬৪০ জন। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত আইইডিসিআর হতে প্রাপ্ত ৪ জনের রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ এসেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে মৃত পটুয়াখালীর জাকির হোসেন এর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল এবং প্রাপ্ত টেষ্ট রিপোর্ট পর্যালোচনায় তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন না। পটুয়াখালীতে ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য কোডেক ট্রেনিং সেন্টারকে কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ঘোষনা করা হয়েছে। জেলায় পিপিই বিতরন হয়েছে ৮৪৫টি, মজুদ আছে ১৫৪০টি এবং সার্জিক্যাল মাস্ক বিতরন হয়েছে ১৮৭৭টি, মজুদ আছে ৩৮৫টি। এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৬৪ জন ডাক্তার ও ৭৭ জন নার্স প্রস্তুত রাখা হয়েছে। পটুয়াখালী জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলায় সেনাবাহিনী, পুলিশ বিভাগ, র‌্যাব, আনসারসহ সকলে সম্মিলিতভাবে কাজ করছে।

মন্তব্য ( ০)





  • company_logo