• জাতীয়

চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে চাকরি দিয়েছে ডিএসসিসি

  • জাতীয়
  • ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:৪৮:১৯

সিএনআই ডেস্ক: চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের ২১ জনকে চাকরি, ২ জনকে দোকান বরাদ্দসহ ৪ জনকে ২ লাখ করে ৮ লাখ টাকার অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এছাড়া উচ্চশিক্ষিত আরও চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার ঘোষণা দেয় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ নগর ভবনে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহত স্বজনদের চাকরি, আর্থিক সহায়তা, পুনর্বাসন উপলক্ষে ক্ষতিগ্রস্ত-নিহতদের স্বজনদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। এ সময় সহায়তা পাওয়াদের মধ্যে চাকরির নিয়োগপত্র, দোকান বরাদ্দের কাগজ ও অর্থ সহায়তা তুলে দেন তিনি। সাঈদ খোকন বলেন, দুর্ঘটনার পর আমরা ৩১টি পরিবার থেকে আবেদন পেয়েছিলাম। তাদের ভেতর থেকে ২১ জনকে চাকরি দিচ্ছি। অনেকে আছেন যারা আর্থিকভাবে স্বচ্ছল, তারা চাকরি করতে চাননি। এমন দু’জনকে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। চারজনের প্রত্যেককে দুই লাখ করে টাকা দিয়েছি। উচ্চশিক্ষিত আরও চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। বিগত এক বছরে কেন এ সহায়তা দেওয়া হয়নি ও ক্ষতিগ্রস্তদের প্রতি সিটি করপোরেশন কেন উদাসীন ছিল স্থানীয়দের এমন অভিযোগের কারণ সম্পর্কে সাঈদ খোকন বলেন, আপনারা জানেন, আমি চাইলেই একজনকে সরকারি চাকরি দিতে পারি না। যদিও সবাইকেই সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। তবে এ চাকরি দিতেও আমাকে অনেক জায়গা থেকে অনুমতি নিতে হয়েছে। আর অগ্নিকাণ্ডের ঘটনার পর আমাদের অভিযান ও মনিটরিং শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই আমরা সেখান থেকে এসেছি। এরপরেও যারা আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, আমরা আমাদের সাধ্যমতো করেছি। আগামীতেও কেউ এলে করবো।

মন্তব্য ( ০)





  • company_logo