• লাইফস্টাইল

গলায় কাঁটা বিঁধলে যা করবেন

  • লাইফস্টাইল
  • ২৮ অক্টোবর, ২০১৯ ১২:১৮:৩৬

লাইফস্টাইল ডেস্কঃ  কথায় বলে ‘মাছে ভাতে বাঙালি’। ভাতের সঙ্গে মাছ না হলে অনেকেরই চলে না। কিন্তু বিপত্তি বাঁধে মাছ খেতে গিয়ে। অনেক সময় অসতর্কতাবশত গলায় মাছের কাঁটা ফুটে যায়। আর তা থেকেই সৃষ্টি হয় যন্ত্রণাদায়ক ব্যথা। কখনো কখনো এই কাঁটা আটকেই ঘটতে পারে মারাত্মক বিপদ। আর তাই দ্রুত কাঁটা অপসারণ করা জরুরি। তিনটি সহজ উপায় রয়েছে যা গলা থেকে কাঁটা দূর করতে বেশ সহায়ক। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী- গলা থেকে কাঁটা দূর করা সবচেয়ে সহজ ও আধুনিক উপায় হলো কোল্ডড্রিংক্স পান করা। গলায় কাঁটা বিঁধলে দ্রুত এক নিশ্বাসে যতটা পারা যায় কোল্ডড্রিংক্স পান করুন। কিছুক্ষণ পর কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। কাঁটা নামানোর ক্ষেত্রে আরেকটি সহায়ক উপাদান হলো অলিভ অয়েল। গলায় কাঁটা ফুটলে ১ চামচ অলিভ অয়েল খেয়ে ফেলুন। তেল পিচ্ছিল হওয়ায় এটি সহজেই কাঁটাকে নামিয়ে দিবে। ঘরে লেবু থাকলে সেটিই কাজে লাগান। খাবার খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেলে একটি পাতি লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। এসব উপায়ে কাজ না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মন্তব্য ( ০)





  • company_logo