• লাইফস্টাইল

নখ আর ভাঙবে না

  • লাইফস্টাইল
  • ২৪ অক্টোবর, ২০১৯ ১৩:১৯:৫৭

লাইফস্টাইল ডেস্কঃ  হাতের সৌন্দর্য বাড়ায় নখ। কিন্তু অনেকেই নখ ভেঙে যাওয়া সমস্যায় ভোগেন। দুটি উপায় কাজে লাগিয়ে নখের ভঙ্গুরদশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই সেগুলো কী- অ্যাপল সিডার ভিনেগার-  ভঙ্গুর নখের জন্য একটি দারুণ উপকারী উপাদান হলো অ্যাপল সিডার ভিনেগার। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি উপাদান। এর ম্যালিক এসিড ও মেকটিক এসিড হাতের নখ ভালো রাখতে বেশ কার্যকর। কীভাবে ব্যবহার করবেন?  একটি পাত্রে অ্যাপল সিডার ভিনেগার নিয়ে একটু পানি মিশিয়ে নিন। কিছুক্ষণ এই মিশ্রণে হাত ডুবিয়ে রাখুন। তারপর হাত ধুয়ে ফেলুন। প্রতিদিন ২/৩ বার এই নিয়ম কাজে লাগালে নখ হবে মজবুত। ভিটামিন ই অয়েল-  নখ ভেঙে যাওয়ার আরেকটি কারণ হলো ময়েশ্চারাইজার। এই সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করতে পারে ভিটামিন ই তেল। এই তেল নখের পুষ্টি জুগিয়ে নখকে করে শক্ত। কীভাবে ব্যবহার করবেন?  একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে নিন। এই তেল রাতে ঘুমানোর আগে হাতের নখে মেখে নিন। কিছুক্ষণ ম্যাসেজ করুন যেন হাতে ভালোভাবে রক্ত প্রবাহিত হয়। প্রতিদিন নিয়ম মেনে কাজটি করলে দুই সপ্তাহেই পরিবর্তন আসবে।  

মন্তব্য ( ০)





  • company_logo