• লাইফস্টাইল

টুপি ব্যবহারেই টাক মাথায় চুল গজাবে!

  • লাইফস্টাইল
  • ০৮ অক্টোবর, ২০১৯ ১২:৩৩:০১

সিএনআই ডেস্কঃ অতিরিক্ত চুল পড়া ও নতুন করে চুল গজানোর জন্য অনেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। এ ছাড়া অনেক ধরনের প্রাকৃতিক উপাদানও ব্যবহার হয়ে থাকে। তবে যাদের মাথায় টাক পড়েছে, তাদের চুল গজানোর কথা বলা হচ্ছে। একটি গবেষণায় বিশেষ এক টুপির কথা বলা হয়েছে, যা মাথায় পরলেই চুল গজাবে। তা হলে এবার প্রযুক্তির ব্যবহারেই ঘুচবে টাক সমস্যা। অবাক হচ্ছেন, ভাবছেন আসলেই এটি কীভাবে সম্ভব? উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, শুধু একটি টুপি ব্যবহারেই টাক মাথায় চুল গজাবে।

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষক সুডং ওয়াং বলেন, যারা মাত্রই চুল পরতে শুরু করেছেন, তাদের জন্য খুব ভালো কাজ করবে এই টুপি। চুলের গ্রোথ টেকনোলজি থাকবে টুপির মধ্যে। দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ব্যবহারে নতুন চুল গজাবে। টুপিটি প্রাথমিকভাবে গিনিপিগের ওপর পরীক্ষা চালিয়ে সফলতা এসেছে। তবে কবে এই টুপি বাজারে আসবে তা এখনও জানা যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo