• লাইফস্টাইল

পেঁপে দূর করবে অবাঞ্চিত লোম

  • লাইফস্টাইল
  • ১০ অক্টোবর, ২০১৯ ১৫:১৩:৪৩

সিএনআই ডেস্কঃ শরীরের অবাঞ্চিত লোম নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। তা থেকে মুক্তি পেতে বেছে নেন ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং ইত্যাদি পদ্ধতি। কিন্তু এসব পদ্ধতি ত্বকের ক্ষতি করে আবার এসবের কারণে ত্বক ধীরে ধীরে রুক্ষ হয়ে পড়ে। অনেকেই তাই ক্ষতির দিক ভেবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন। পাকা পেঁপে খেতে যেমন মজা তেমনি এই ফলটিই কিন্তু দূর করতে পারে অবাঞ্চিত লোম। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি- পেঁপের প্যাক- একটি বাটিতে পাকা পেঁপে, বেসন, অ্যালোভেরা জেল ও দুধের সর নিন। সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে ঘন প্যাক তৈরি করুন। এবার পুরো শরীরে মোটা করে এই প্যাক লাগান। লোম যেদিকে হেলে থাকে তার উল্টো দিক করে লাগাতে হবে। শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে ঘষে ঘষে প্যাকটি তুলে ফেলুন। এরপর ঠান্ডা পানিতে গোসল করে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহারে বাড়তি লোম থেকে মুক্তি মিলবেই সেসঙ্গে ত্বক হবে কোমল।

মন্তব্য ( ০)





  • company_logo