• লাইফস্টাইল

ঘরে বসেই যেভাবে বাড়তি আয় করবেন

  • লাইফস্টাইল
  • ২৮ আগস্ট, ২০১৯ ১৩:৪৫:৩৯

আপনি যদি কোনো চাকরি করেন, তার পরেও বাচ্চাদের সঙ্গে ঘরে বসে সময় কাটানোর ফাঁকে কিংবা কিছু সময় বের করে বাড়তি অর্থ উপার্জন করতে পারেন। আর সেটা করতে পারলে সংসার চালাতে আর বাজেটের ঘাটতি থাকে না। তবে ঘরে বসে রোজগার করতে চাইলে কিছু বিষয় মনে রাখা দরকার। জানা দরকার কীভাবে ঘরে বসে আয় করবেন। # নিজের দক্ষতা সম্পর্কে চিন্তা করুন : আপনার হয়তো ভেবে ভালো লাগছে যে, ঘরে বসে অনলাইনে এক কিংবা দুই ঘণ্টা কাজ করেই অনেক টাকা পাবেন। কিন্তু স্বল্প সময়ে বেশি পরিমাণ অর্থ উপার্জনের জন্য আপনাকে বেশ দক্ষ হতে হবে। কারণ, অনলাইনে যারা আপনাকে কাজ দেবে, তারা চাইবে স্বল্প সময়ে ভালোভাবে কাজটি করে নিতে। আপনি যোগ্যতাসম্পন্ন না হলে উচ্চাভিলাষী স্বপ্ন দেখা ভুল হবে। সে ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় নষ্ট করার চেয়ে সেটা কাজে লাগাতে পারেন। ধরে নিতে হবে, অনলাইনে যে অর্থ উপার্জন করছেন, সেটা আপনার বাড়তি আয়। # কাজের ক্ষেত্র সীমিত করুন : আপনি যে কাজটি করতে পারবেন, কেবল সেগুলো খুঁজে দেখুন। সে ক্ষেত্রে সহজ বিষয়গুলো বেছে নিতে পারেন। অনলাইনে জরিপের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়েও অর্থ আয় করতে পারেন। এছাড়া বিপণনের ক্যাম্পেইন এবং নিজের বাড়িতে কোনো আয়োজনের দায়িত্ব নিয়েও আয় করতে পারেন। সর্বোপরি নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সাবলীলভাবে যে কাজগুলো করতে পারবেন, সেগুলো করাই উত্তম হবে। # প্রতারিত হবেন না : অনলাইনে সতর্ক থেকে কাজ করতে হবে। সেই সঙ্গে গুজব ছড়ানো যাবে না। কাজের খাতিরে কখনোই নিজের গোপন বিষয়গুলো প্রকাশ করবেন না। বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিংবা পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে বেটার বিজনেস ব্যুরোর কাছ থেকে অনলাইনে জেনে নিতে পারেন। # সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে : নিজে যখন ঘরে বসে কাজ করার সিদ্ধান্ত নেবেন, সে ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক করে রাখতে হবে। নিজের ব্যবহৃত কম্পিউটারের উন্নতি সাধন করতে হবে, মোবাইলে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং নিজের মোবাইলে ভালোভাবে নেটওয়ার্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। # পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করুন : আপনি যখন কাজ শুরু করবেন, সে ক্ষেত্রে পারিশ্রমিক নেওয়ার জন্য একটি অ্যাকাউন্ট দরকার হবে। নিজের কোনো অ্যাকাউন্ট আগে থেকে থাকলেও, এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট ব্যবহারের চেষ্টা করুন।

মন্তব্য ( ০)





  • company_logo