• জাতীয়

বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাসা ছাড়লেন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • জাতীয়
  • ০৫ আগস্ট, ২০১৯ ১৮:২৬:২৭

নিয়ম অনুযায়ী এমপি হোস্টেলের (ন্যাম ভবন) বাসা না ছাড়ায় শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বাসা ত্যাগ করতে বাধ্য হলেন দুইজন মন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী। গত সপ্তাহে মানিক মিয়া এভিনিউ-২ নং ভবনের ৯০৩, এর ৪ নং ভবনের ৪০১, ৬নং ভবনের ৯০২ সহ কয়েকটি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় গণপূর্ত বিভাগ। ফলে তারা ওই বাসাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এর আগে তাদের বাসা ছাড়তে সংসদীয় কমিটি থেকে লাল নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই বাসা না ছাড়ায় সর্বশেষ সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ফ্ল্যাটগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বাসা ছাড়লে একটি ফ্ল্যাটের চাবি এখনো বুঝে পায়নি সংসদ সচিবালয়। জানা যায়, গেল ডিসেম্বর নির্বাচনের পর গঠিত নতুন সরকারে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হওয়ার পর অনেকে মন্ত্রিপাড়ায় বাসা নিয়েছেন। তারা একই সঙ্গে এমপি হোস্টেলের বাসা দখলে রাখেন। ওইসব বাসায় আত্মীয়-স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের থাকতে দেখা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo