• জাতীয়
  • লিড নিউজ

নিজ দেশের জলসীমায় এমভি আব্দুল্লাহ

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১২ মে, ২০২৪ ১৩:১৬:৪০

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধিঃ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে গত ১২ মার্চ এম ভি আবদুল্লাহ নামক জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়েছিল। আর ১ মাস পরে সে জাহাজটি সোনার বাংলার সোনার মানুষ ২৩ নাবিক কে ফিরছে জন্মভুমি বাংলাদেশে।

কাংখিত ও প্রত্যাশিত সে এম ভি আবদুল্লাহ জাহাজটি ১৩ অথবা ১৪ মে বাংলার জমিনে পৌঁছবে।

১০ দশমিক ৫ কি: মি: গতিতে চলমান জাহাজটি মঙ্গলবার সকালের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌছবে। সেখান থেকে অপর জাহাজ হয়ে ২৩ নাবিককে চট্টগ্রামে আনা হবে, জানিয়েছেন মালিক কর্তৃপক্ষ।

গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে জালানী ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে পাড়ি দিয়েছে। জিম্মি দশা থেকে মুক্তির পুর্বে সেই ২৩ নাবিকের পিতা-মাতা ছাড়া ও আত্মীয় স্বজন সহ সকলেই তীর্থের কাকের মত সমুদ্র পানে অধির আগ্রহে দিন গুনছিল ,কবে আশার বানী শুনবে। সত্যিই বাংলাদেশ সরকার ও মালিক কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় মুক্ত হয়ে সে আলালের ঘরের দুলালেরা ফিরছে নাবিকেরা মঙ্গলবার।

এস,আর শিপিং এর প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, আগামী ১৩ অথবা ১৪ মে কক্সবাজারের কুতবুদিয়া হয়ে চট্টগ্রামে ২৩ নাবিক পৌঁছাবে ইনশাল্লাহ।

এদিকে এম,ভি আবদুল্লাহর ক্যাপ্টেন আবদুর রশিদ বলেন, লেটেষ্ট ও আপডেট হচ্ছে কুতুবদিয়ায় মাল খালাস করে এর পরে বাইরে চলে যাবে জাহাজ। তখন অন্য জাহাজ হয়ে ২৩ নাবিককে চট্টগ্রাম আনা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo