• খেলাধুলা

টাইগারদের জয়ের নায়ক, বাদ পড়া সেই রাহি!

  • খেলাধুলা
  • ২৪ জুলাই, ২০১৯ ১৯:৫৪:৩১

বিশ্বকাপের পর বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। জায়গা পাননি শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। এমনকি দুজন পেসার চোট পেলেও তার দলে ঢোকা হয়নি। সেই আবু জায়েদ রাহিই ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। আজ বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল জিতেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের ১২২ রানের জবাবে ১১৭ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। তবে সিরিজে তারা এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে। পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতেছিল আফগানরা। বিশ্বকাপে একটি ম্যাচও না খেলে দল থেকে বাদ পড়া ডানহাতি পেসার রাহি ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই তুলে নেন আফগানদের দুই উইকেট। ইনিংসের শেষভাগে আরও দুটি উইকেট শিকার করেন তিনি। সবমিলিয়ে ৫.৪ ওভার বোলিং করে ২৮ রানে ৪ উইকেট দখল করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন উদীয়মান স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। তিনি ৩ উইকেট পান ২৪ রানে। তাদের দাপটে সুবিধা করতে পারেননি সফরকারীদের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। মাত্র ৪৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম (২), দলনেতা ইমরুল (২৩) ও জাকির হাসান (১২)। চতুর্থ উইকেটে হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বি ও আফিফ হোসেন। তাদের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে প্রাথমিক চাপ সামলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফজলে মাহমুদ হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ৫৭ রানে। আফিফের ব্যাট থেকে আসে ২১ রান। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ‘এ’ দল: ৩২.৪ ওভারে ১২২ (রহমানুল্লাহ ০, ইব্রাহিম ২৫, উসমান ১২, শহিদউল্লাহ ৮, নাসির ২, রাসুলি ১৬, করিম ১৫, ফজল ১৪, আশরাফ ১৭, ফরিদ ৫, জিয়া ১*; রাহি ৪/২৮, আবু হায়দার ১/২৬, মেহেদি ৩/২৪, নাজমুল অপু ১/২০, শফিকুল ০/১২, ফজলে মাহমুদ ০/৮) বাংলাদেশ ‘এ’ দল: ৩০.৩ ওভারে ১২৩/৩ (ইমরুল ২৩, নাঈম ২, জাকির ১২, ফজলে মাহমুদ ৫৭*, আফিফ ২১*; ফরিদ ১/৩৬, করিম ১/২৫, জিয়া ১/১৮, ফজল ০/১৯, নাসির ০/৭, আশরাফ ০/১৪, শহিদউল্লাহ ০/৩)। ফল: বাংলাদেশ ‘এ’ দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: আবু জায়েদ রাহি। সিএনআই/কেআই

মন্তব্য ( ০)





  • company_logo