• খেলাধুলা

উইন্ডিজ এভাবে আক্রমণাত্মক খেলতে পারলে সেমিফাইনালে যাবে: শচীন

  • খেলাধুলা
  • ০৬ জুন, ২০১৯ ১৯:১৪:১৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পারফরম্যান্সে মুগ্ধ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বৃহস্পতিবার টুইটবার্তায় শচীন বলেন, এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরর্ম করছে ক্যারিবীয়রা। ক্রিকেট ইতিহাসে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শততম সেঞ্চুরির রেকর্ড গড়া শচীন আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের বোলাররা লাইন লেন্থ ঠিক রেখে দুর্দান্ত বোলিং করছে। তারা যদি এভাবে নিজেদের পাফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে তাহলে সেমিফাইনালে খেলতে পারবে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়েও বেটার ক্রিকেট খেলে ক্যারিবীয়রা। ওশান থমাস, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলদের বোলিং তোপের মুখে পড়ে ১০৫ রানে অলআউট হয় ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেন আন্দ্রে রাসেল, শেলডন কটরিল, ওশান থমাসরা। তাদের গতিতে দিশেহারা অ্যারন ফিঞ্চ, ডেভি ওয়ার্নার, উসমান খাজা ও ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এ চার ব্যাটসম্যানের মধ্যে উসমান খাজা সর্বোচ্চ ১৩ রান করার সুযোগ পান। গ্ল্যান ম্যাক্সওলকে রানের খাতা খুলতে দেননি শেলডন কটরিল। দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান সেরা চার ব্যাটসম্যান ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ফিঞ্চ, খাজা ও ম্যাক্সওয়েলের ক্যাচ তালুবন্দী করেন উইন্ডিজ উইকেটকিপার শাই হোপ। ডেভিড ওয়ার্নারের ক্যাচ তুলে নেন সিমরন হিতমার।

মন্তব্য ( ০)





  • company_logo