• খেলাধুলা

ঢাকাকে ১৭৫ রানের বড় লক্ষ্য দিল চিটাগং

  • খেলাধুলা
  • ৩০ জানুয়ারী, ২০১৯ ১৫:৩৫:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৭তম ম্যাচে দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস মুখোমুখি হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ভাইকিংস। জয়ের জন্য ১৭৫ রান করতে হবে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১.৩০ মিনিটে খেলাটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টিভি চ্যানেল। বড় পূঁজির জন্য কৃতিত্ব দিতে হবে ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমকে। ৫৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭১ রানের ঝলমলে ইনিংস খেলন ডেলপোর্ট। আর ২৪ বলে ৪ চার ও ২ছক্কায় ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ১৭৪ রানের ফাইটিং স্কোর এনে দেন অধিনায়ক। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ফিল্ডিং করে সাকিব আল হাসানের ঢাকা। শুরুটা হয় আশা জাগানিয়া। শুভসূচনা এনে দেন মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট। দারুণ খেলেন তারা। তবে হঠাৎই তাদের ছন্দপতন। সুনিল নারাইনের বলে নুরুল হাসানের স্ট্যাম্পিং হয়ে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা শাহজাদ। ফেরার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলিকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন ডেলপোর্ট। একপর্যায়ে জমে ওঠে তাদের জুটি। ফলে দুরন্ত গতিতে এগিয়ে যায় চিটাগং। তবে আচমকা থেমে যান ইয়াসির। নারাইনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বির্চের হাতে ধরা পড়েন তিনি। ইনফর্ম এ ব্যাটসম্যান করেন ২০ বলে ২ চারে ১৯ রান। পরে মুশফিককে সাথে নিয়ে খেলা ধরেন ডেলপোর্ট। যোগ্য সঙ্গও পান তিনি। উইকেটে সেট হয়ে ছোটাতে শুরু করেন স্ট্রোকের ফুলঝুরি। ফিফটি তুলে নেন ডেলপোর্ট। পঞ্চাশ ছোঁয়ার পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। সমান তালে রানের ফোয়ারা বইয়ে দেন মুশফিক। চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজমুল হোসেন মিলন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, আবু জায়েদ ও খালেদ আহমেদ। ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনীল নারাইন, রনি তালুকদার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, অ্যান্ড্র বির্চ ও রুবেল হোসেন।

মন্তব্য ( ০)





  • company_logo