• অর্থনীতি

বাণিজ্যমেলার টিকিট পাওয়া যাবে অনলাইনে

  • অর্থনীতি
  • ০৯ জানুয়ারী, ২০১৯ ১৭:৩৩:৩২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়-২০১৯ প্রবেশে এবারই প্রথম টিকিট পাওয়া যাবে অনলাইনে। সহজ ডটকমের www.shohoz.com মাধ্যমে অনলাইনে আগে থেকে টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা। বুধবার (৯ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া মেলায় আগত দর্শনার্থীরা দুইভাবে প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন। লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের পাশাপাশি এবারই প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে আয়োজক কর্তৃপক্ষ। ফলে দর্শনার্থীরা যেকোনও স্থান থেকে এই টিকিট কিনতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া আগের মতো মেলার বাইরেও টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। ছোটদের জন্য ২০ টাকা। অনলাইনেও একই টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চার্জ হিসেবে দর্শনার্থীকে ২.৩০ টাকা বাড়তি হিসেবে দিতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে টিকিট কাটলে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করা যাবে। টিকিটের টাকা বিকাশ অ্যাকাউন্ট বা ডেবিট, ক্রেডিট কার্ডে প্রদান করা যাবে। টিকিটের টাকা পরিশোধ করলেই মোবাইলে এসএমএস চলে আসবে। সেই এসএম দেখালেই প্রবেশ করা যাবে সহজে। মঙ্গলবার বাণিজ্য মেলা প্রাঙ্গণে টিকিট সংগ্রহের এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবারের বাণিজ্য মেলার মূল ফটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়াই মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। অনলাইনে টিকিট কাটবেন কীভাবে? প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.e-dift.com প্রবেশ করে নির্দিষ্ট তথ্য দিয়ে গ্রাহককে ৩টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আপনার কয়টি টিকিট প্রয়োজন তা উল্লেখ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার ঠিকানা দিতে হবে। যার মাধ্যমে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর তৃতীয় ধাপে টাকা পরিশোধ করতে হবে। এটা শেষ হলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo