• উদ্যোক্তা খবর

একদিনেই কখনো উদ্দোক্তা হওয়া যায় না : জুলফিকার আলী

  • উদ্যোক্তা খবর
  • ২৮ নভেম্বর, ২০১৮ ০৮:৪৪:১৬

বিডিট্যাক্স ডট কম ডট বিডি এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন জুলফিকার আলী। সম্প্রতি তিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনআই কে এক বিশেষ সাক্ষাতকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সমস্যা, সম্ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জুলফিকার আলী ইতোমধ্যে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন। নিজের প্রসঙ্গে বলতে গিয়ে জুলফিকার আলী বলেন যে, আমি সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করি।শুরুর দিককার কথা বলতে গিয়ে বলেন যে, অফিস শেষ করে রাতে বাসায় এসেও অনেক কাজ করতাম। তখন প্রচুর ফিলান্সিং কাজ করতাম। বিডিট্যাক্স শুরুর আগে আরো নয়টি প্রজেক্ট নিয়ে কাজ করেছি। বর্তমানে বিডিট্যাক্স ডট কম ডট বিডি একটি সফল উদ্দ্যোগ। অনেকেই উদ্যোক্তা হতে চায় কিন্তু তারা সফল হতে পারে না। অকালেই ঝরে যায় এবিষয়টিকে কিভাবে দেখছেন? এবিষয়ে তিনি বলেন যে,আমরা তাদের ভিতরে সঠিক চিন্তা চেতনার অভাব দেখি। একটি উদ্দ্যোগ শুরু করলে বিভিন্ন কারণেই পারিবারিক ও মানুষিকভাবে অনেক সময় অনেককেই ভেঙ্গে পড়তে দেখা যায়, আসলে ভেঙ্গে পড়লে হবে না, সেই পরিস্থিতিকে সামলে সামনে এগিয়ে যেতে হবে। অনেক তরুণ এ সমস্যা মেকাবেলা না করতে পারার কারণে ঝরে পড়ছেন। যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই অবস্হানে এসেছেন। তরুণদেরকে মনে রাখতে হবে যে, এক দিনেই কখনো উদ্যোক্তা হওয়া যায় না। এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। লেগে থাকার মন মানসিকতা তৈরি করতে হবে। অনেক আইডিয়া আসবে ও যাবে। আমাকে মনস্থির করতে হবে আমি এটা পারব কি না? ঝড় ঝাপটা মোকাবেলা করতে পারবো কিনা? নিজেকে নিজেরই মোটিভেশন দিতে হবে। ত্যাগ স্বীকার করার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই সাফল্য আসবে। তরুণরা কিভাবে তাদের পণ্য বা সেবা মার্কেটিং করবে ? আমাদের বিডিট্যাক্স এর সব মার্কেটিং আমরা ফেইসবুকে করি। ফেইসবুকে মার্কেটিং করা খুবই সহজ। অল্প পুঁজি নিয়ে ভালো মার্কেটিং করা যায়।বর্তমানে ঢাকায়২৩ মিলিয়নের বেশি ফেইসবুক ব্যবহারকারী আছে। আমাদের বিডিট্যাক্স খুবই সহজ ভাবে তৈরি করে দেওয়া হয়েছে সবাইকে বোঝার জন্য। শুধু ইয়েস বা নো দিলেই হয়ে যাবে। সহজভাবে কাজটি করতে পেরে আপনি কাছের পাঁচ দশ জনের সাথে শেয়ার করবেন এটাও আমাদের জন্য একটি মার্কেটিং। গুনগত মানসম্পন্ন পণ্য আনতে হবে। ভালো পণ্য মানুষ নিবেই। প্রোডাক্ট সিলেকশনের সময় ভালো পণ্য সিলেক্ট করতে হবে। আমাদের আর একটি পণ্য রয়েছে নো চ্যালেঞ্জ টেকনোলজি। এটি ইউএস কোম্পানি। এটি বিজনেসের জন্য সফটওয়্যার ডেভেলপ করে। প্রায় বিশ জনের একটি টিম কাজ করছে। আমাদের ৯৫% কাষ্টমার ইউএস এর। তবে তরুণদের বারবার বলতে চাই আত্নবিশ্বাসী হতে হবে। আত্নবিশ্বাসই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে আমি অনেক দিন বিদেশে থাকলেও মনে প্রাণে আমি বাংলাদেশী। বাংলাদেশকে খুব ভালোবাসি। আমার বাবা একজন মু্ক্তিযোদ্ধা। সে আদর্শে আমি অনেক অনুপ্রাণিত হই। "ফিউচারনাউ ফাউন্ডেশন" নামের একটি সংগঠন করেছি। এর মাধ্যেমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের বৃত্তি প্রদান করি। গত তিন বছরে প্রায় ২৫০ জন কে বৃত্তি দিয়েছি। দেশকে উন্নত করার জন্য মেয়েদের শিক্ষা ক্ষেত্রে বিকশিত করতে হবে। লিডারশিপ তৈরি করার জন্য মেয়েদের কে উৎসাহ দেই। যারা দেশের জন্য কিছু করতে চায়, আমরা সব সময় তাদের কে সাহায্য করব। তরুণদের জন্য আমার পরামর্শ আমার কাছে আসার আগে মার্কেট রিসার্চ করে আসতে হবে। সঠিক আইডিয়া নিয়ে আসতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo