• জাতীয়

ইশতেহারে ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি

  • জাতীয়
  • ১৭ ডিসেম্বর, ২০১৮ ১২:০৪:১৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৪ টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার ঢাকার পূর্বানী হোটেলে বিরোধী দলগুলোর জোট জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ চৌধুরী, কাদের সিদ্দিকী, রেজা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিহিংসা বা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য গত ১০ বছরের মামলা, গুম, খুন, বিচার বর্হিভূত হত্যা তদন্তে শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবীদের সমন্বয়ে সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসন কমিশন গঠন করা হবে। খোলামনে আলোচনা করে ক্ষমা ও ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান করা হবে সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে। একদলীয় শাসনের যাতে পুন:জন্ম না হয়, তা নিশ্চিত করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo