• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ঘোড়াঘাটে নদীতে ডুবে নিখোঁজ ইন্দোনেশিয়ান নাগরিকের লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৬ নভেম্বর, ২০২৪ ১৬:৫৪:০২

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে ডুবে নিখোজ ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।  নিখোজের প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ খুজে পান তারা। তাবলীগ জামাতে অংশ নিতে এসেছিলেন ওই ইন্দোনেশিয়ান নাগরিক।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে তাবলিক জামাতে অংশ নিতে বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাটের উত্তরপাড়া জামে মসজিদে অবস্হান করেছিলেন তিনি। আজ বুধবার সকালে অন্যান্যদের সাথে স্হানীয় করতোয়া নদীর কুলান্দপুর ঘাটে গোসল করতে নেমে সকাল ৮ টার দিকে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি।

ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ঘোড়াঘাট স্টেশনের লিডার জিয়ার রহমান জানান, খবর পেয়ে উদ্ধারে নামেন তারা। পরে রংপুর থেকে ডুবুরি তলব করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে তার লাশ খুজে পায় ডুবুরিরা।

তাবলীগ জামায়াতের সাথী এবং স্থানীয়রা  জানান,  গত ৪ নভেম্বর সোমবার থেকে ঘোড়াঘাটে আয়োজিত তাবলীগ জামায়াতে. অন্যান্যদের সাথে অংশ নিয়েছেন ৬ জন ইন্দোনেশিয়ান নাগরিক।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত ব্যবস্হা নিয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo