• সমগ্র বাংলা

শ্রীপুরে অর্থ আত্মসাৎ ও ইভটিজারের শাস্তির দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ০৫ নভেম্বর, ২০২৪ ১৯:৩৬:৩৭

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অর্থ আত্মসাৎ ও ইভটিজারের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে উপজেলার সচেতন জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তর পরিচালিত সরকারি কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জেবুন্নেছার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং এনামুল হকের বিরুদ্ধে কিশোরীদের ইভটিজিংয়ের অভিযোগ এনে শাস্তির দাবী করেন তারা। টিফিনের টাকা আত্মসাৎ, প্রশিক্ষকদের সাথে অসধাচারণ এবং মিথ্যা ইস্যু তৈরি করে ঘুষ দাবীর অভিযোগও করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। 

শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কিশোর কিশোরীদের ক্লাবের টিফিনের টাকা আত্মসাৎকারী জেবুন্নেছা এবং ইভটিজার এনামুলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবো।

শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ বক্তব্যে বলেন, কমপক্ষে ২০ জন শিক্ষার্থী এনামুলের বিরুদ্ধে ইভটিজিংয়ের স্বীকারোক্তি দিয়েছে যার ভিডিও আমাদের কাছে আছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  একটি লিখিত অভিযোগও দিয়েছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ দেখছি না।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত এনামুল ও জেবুন্নেছার মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করেছি। একপক্ষের বক্তব্য নিয়েছি। এনামুলদের গতকাল ডেকেছি আসেনি, আজকে আসতে বললেও আসেনি। এনামুল আজকে জানিয়েছে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হাসপাতালে ভর্তি আছে। বক্তব্য যদি না পাই তবে আমার ফাইন্ডিংস প্রকল্প পরিচালক বরাবর পাঠিয়ে দিবো। ওদের আমরা নিয়োগ দিই না। প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছেন, কাজেই তিনি তদন্তসাপেক্ষে অপসারণ করার মতো হলে, অপসারণ করে দিবে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo