• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৪ নভেম্বর, ২০২৪ ২১:৫৬:২০

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এসময় দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতের নাম মো. হিমেল (২৫)নিহত মো. হিমেল রহমতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেকোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই দগ্ধ হয়ে হিমেল ঘটনাস্থলেই মারা যান।

এসময় আহত আরও ৭ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী রয়েছে। নারীসহ ৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬টি ইউনিটে সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo