ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বালুঘাট দখলকারী চিহ্নিত চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী শরীর মৃধার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বরমী বাজারে বরমী শ্রীপুর আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত শরীর আহমেদ মৃধা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মৃত সালেহ্ আহমেদ মন্ডলের ছেলে। তিনি বরমী ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী এমদাদুল হক বলেন, বালুখেকো শরীর আহমেদ মৃধা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করে বাজারের বিভিন্ন স্থানে মানুষের জমি জোরপূর্বক জবরদখল করে বালু মজুদ করছে। ক্ষমতা খাটিয়ে অবৈধ ভাবে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে বরমী বাজারের আশপাশে দেখা দিয়েছে নদী ভাঙন। আমরা তার অত্যাচার নির্যাতন থেকে মুক্তি চাই।
নির্যাতনের স্বীকার ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম ফকির বলেন, বালু খেকো শরীর মৃধা নির্যাতনের বলি হয়েছি আমি। বাড়ি থেকে তুলে নিয়ে তার বালু গদির পিছনে একটি ঘরে রেখে আমাকে দুদিন যাবৎ নির্যাতন করে। সে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে শীতলক্ষ্যা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তার অত্যাচার দখলবাজি আজও থেমে নেই।
শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আকন্দ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। অনেক মানুষের বসতবাড়ির আশপাশ জবরদস্তি করে বালুগদি করছে। তার অত্যাচারে অনেক মানুষ বাড়ি ছাড়া। আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই। সন্ত্রাসী যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র, হত্যা মাদকসহ একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে। যেকোনো সন্ত্রাসী অস্ত্রধারী গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে। নদী থেকে অবৈধ ভাবে কোন বালু উত্তোলন করতে দেয়া হবে না।
নিউজ ডেস্কঃ কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালান...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এফ...
মন্তব্য ( ০)