• সমগ্র বাংলা

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন 

  • সমগ্র বাংলা
  • ১৩ অক্টোবর, ২০২৪ ১৫:১৪:৩৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে দূর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে মহড়া প্রদর্শন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। উলিপুর  ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্বাস আলী, নারী এ্যসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও’র প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবকবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo