• সমগ্র বাংলা

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ১৩ অক্টোবর, ২০২৪ ১২:২৯:৩৫

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ‘‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ডাঃ ইউসুফ হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ আবুবকর, সাংবাদিক রিয়াদ হোসাইন, শিক্ষার্থী সিয়াম আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলা বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo