প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের হাউজিং মোড়ে কোচের ধাক্কায় ইজিবাইক চালক নিহত এবং ২ জন আরোহি আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক জেলা সদরের নিশ্চন্তপুর গ্রামেন মৃত নেছার আলীর ছেলে। আহত আরোহি সাইদুর এবং বেলালের অবস্হা আশংকাজনক।
কোতোয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, হানিফ পরিবহনের একটি কোচ ( ঢাকা মেট্রো- ব-১৪-৭৮০৪) জেলা শহরের কাউন্টার ত্যাগ করে ঢাকার দিকে যাবার সময় হাউজিং মোড়ের কাছে ইসলামিক ব্যাংক হাসপাতালের ১০০ শত গজ দুরে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটাস্থলে অটো চালক নিহত এবং দুইজন আরোহী গুরুতর আহত হয়েছে। আহত দুইজন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। চালক হেলপার পালিয়ে গেছে। ঘাতক কোচটি হেফাজতে নিয়েছেন তারা।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
ফেনী প্রতিনিধিঃ ঢাকায় সুন্নি ...
মন্তব্য ( ০)