• বিনোদন

সাইফের কাছে তার নামে ট্যাটু করানোর আবদার করেছিলেন কারিনা!

  • বিনোদন
  • ০৭ অক্টোবর, ২০২৪ ১৮:৪৩:৫৮

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর। প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘বেবো’র  সঙ্গেই দারুণ সংসার চলছে সাইফের।

সে ঘরে রয়েছে স্টারকিড তৈমুর।  

সাইফের হাতে করিনার নামের ট্যাটুর দেখা মেলে সব সময়। একে ভালোবাসার চিহ্ন বলে মন্তব্য এ যুগলের।  

এবার নিজেদের দাম্পত্য জীবনের রসায়ন নিয়েও কথা বলেন কারিনা।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বলিউডের আরেক অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা। সেখানে বড় বোনের সামনেই সাইফের সঙ্গে তার প্রেমময় দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন তিনি।

কারিনা জানান, সাইফের কাছে নাকি তিনি আবদার করেছিলেন, ‘ভালোবাসলে তার নামে ট্যাটু করতেই হবে। ’ সাইফও আবদার রাখেন প্রিয়তমার।

এই সাক্ষাৎকারেই মজার ছলে কারিনা জানান, দুই ছেলে তৈমুর ও জেহ-র তুলনায় তাদের বাবাই নাকি বেশি দুষ্টুমি করেন।

করিনা ফাঁস করেন, কোথাও যাওয়ার আগে তৈরি হতে কারিশমা নাকি অনেক সময় নেন।  তিনি বলেন, ‘কাপড় পরতে, কোনো অনুষ্ঠানে যেতে সাজগোজ করতে এত সময় নেন কারিশমা, আমি বিরক্ত হয়ে যাই তখন!’ 

বোনের এমন অভিযোগ শুনেই চোখে ঘুরিয়ে কারিনার দিকে তাকান কারিশমা।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কারিনার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর আগে ‘ক্রু’ ছবিতে কৃতি শ্যানন ও টাবুর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই ছবি অবশ্য বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।

মন্তব্য ( ০)





  • company_logo