ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদকসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকালে নিমতলা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হামলার শিকার হন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন তার স্কুল পড়ুয়া ছেলে তানভী এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলালসহ আরো কয়েকজন। এসময় আহত হন অনেকে। এদের মধ্যে ধারাল ছুরির কোপে আহত ৬ জনকে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই হামলার ঘটনায় বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করে হামলার শিকার পরিবার। তবে ওই হামলার ঘটনার পছনে নিশ্চিত কারন জানা যায়নি।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকালে শহরের নিমতলা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর পাশাপাশি অংশ নেন আহত শিক্ষার্থী তানভীর সহপাঠিসহ এলাকার নারী পুরুষ শিশুরা।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
ফেনী প্রতিনিধিঃ ঢাকায় সুন্নি ...
মন্তব্য ( ০)