• কূটনৈতিক সংবাদ

এবার রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

  • কূটনৈতিক সংবাদ
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:০০:৪৭

ছবিঃ সিএনআই

অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফেরত আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই রাষ্ট্রদূতকে এক আদেশে ঢাকায় সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্বভার ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বিসিএস ১১ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুনা তাসনীম ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডনে তিনিই প্রথম নারী রাষ্ট্রদূত। এর আগে তিনি থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

এ বছরের ডিসেম্বরে তার অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। ডিসেম্বর মাসে আরও পাঁচজন রাষ্ট্রদূতের অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। তবে তাদের এখনো ফেরত আসতে বলা হয়নি।

এদিকে যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo