• শিক্ষা

নবনিযুক্ত উপাচার্যের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • শিক্ষা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২১:১০

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সাথে বাকৃবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪ টায় উপাচার্যের কার্যালয়ে ওইই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রায়হান আবিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আনিছুর রহমান মজুমদার, বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাকৃবির সমসাময়িক বিষয় নিয়ে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, 'শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে কাজ করছে বাকৃবির প্রশাসন। তাছাড়া আগত ভর্তি পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে খেয়াল রাখা হবে।'

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো মাঠ পর্যায়ে পৌছানোর দায়িত্ব সাংবাদিকদের। পাশাপাশি সততা ও নিষ্ঠা বজায় রাখতেও সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo