• সমগ্র বাংলা

ব্রহ্মপুত্র গ্রান্ড হোটেল থেকে ৫টি এলইডি টিভি চুরি

  • সমগ্র বাংলা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৪:২২

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সাগর ফিলিং স্টেশন সংলগ্ন অবস্থিত আবাসিক ব্রহ্মপুত্র গ্রান্ড হোটেলে মিথ্যা তথ্য দিয়ে নাম এন্ট্রি করে গ্রাহক সেজে ৫টি রুম থেকে ৫টি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। হোটেলের কেয়ারটেকার ও রাত্রীকালিন দায়িত্বে থাকা ম্যানেজার এরশাদুল জানায় গত সোমবার সকাল ৮টায় এক ব্যক্তি এসে ৫ জনের জন্য ৫টি কক্ষ বুকিং দেয়।

ম্যানেজার এরশাদুল ওই গ্রাহককে কক্ষগুলো বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যায়। সন্ধা ৭টায় এসে গ্রাহককে না পেয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করার পর বিকল্প চাবি দিয়ে এন্ট্রি করা কক্ষগুলো খুলে দেখতে পায় ৫টি কক্ষ থেকে ৩২ ইঞ্চি করে ৫টি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। এন্টিকৃত ব্যক্তির নাম মোঃ ইসথিয়াক পিতার নাম মোঃ দেলোওয়ার হোসেন, ঠিকানা- জীবন বীমা মতিঝিল ঢাকা, ০১৯৪১২৬১৪২৬। বরাদ্দকৃত কক্ষগুলোর নম্বর ২০১,২০২,২০৩,২০৪ ও ২০৫। পরবর্তীতে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। হোটেলের ম্যানেজার জানান, সিসি ক্যামেরায় টিভি চুরি করা ব্যক্তির সকল প্রক্রিয়া দেখা যায় কিন্তু ওই ব্যক্তিকে চেনা যায় না। হোটেলের মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু জানান, ১লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo