ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধিঃ "মরার বন্যা আংগোরে ফকির করল। অংগো কষ্টের শেষ নেয়। বুক হমান পানি ভাইঙ্গা আইছ বাবা! আল্লাহ তোমাগে ভালা করুক ’— জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ এর উদ্যোগে দেওয়া ত্রাণসামগ্রী হাতে পেয়ে কথাগুলো বলছিলেন এক বৃদ্ধ মহিলা। ফেনী জেলার সোনাগাজী উপজেলার মায়ানগর গ্রামের বন্যার্ত এই বাসিন্দা এভাবে দোয়া করেন পানি ভেঙে সেখানে ত্রাণ নিয়ে হাজির হওয়া স্বেচ্ছাসেবীদের। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ-এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর লক্ষীগঞ্জ, বিষঞপুর, তাকিয়াবজার, কমান্ডার বাজার, মায়ানগর, শাহপুর ও চরখোয়াজ গ্রামের ১০০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল স্যালাইন, ওষুধ, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল,২ কেজি পেঁয়াজ,১ কেজি লবণ,১ লিটার তেল, ৫০০গ্রাম দুধ, ৩ কেজি চিড়া, ২ টা সাবান, ১ কেজি চিনি এবং ১ কেজি লবণ। ফেনী জেলার সোনাগাজী উপজেলা ছাড়াও লক্ষীপুর ও নোয়াখালী জেলার বন্যার্তদের মাঝে ফুড প্যাকেজ ও ৬০০০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)