ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নয়ন কুমার (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ভবেশ চন্দ্র (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নয়ন কুমার উপজেলার খাজুর ইউপির মধুবন গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির অদূরে কৃষি জমি থেকে বাবার সাথে লাল শাক তুলতে যায় নয়ন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শাক বাড়িতে রেখে বাবাকে নিতে মাঠে যায়।
সে সময় হটাৎ বজ্রপাত ঘটলে জ্ঞান হারিয়ে দুজনেই মাঠের মধ্যে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমারকে মৃত ঘোষণা করেন এবং বাবা ভবেশ চন্দ্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। অপরদিকে নওগাঁর মহাদেবপুরে পিকআপের নিচে চাপা পরে আফছার আলী (৬৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের পীড়ার মোড়ে। নিহত আফছার আলী পীড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন নিহত আফছার আলী তার বাড়ি থেকে হাট চকগৌরী বাজারে কুমড়া বিক্রি করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে এলে তার বিপরীত দিক থেকে আসা সবজিবাহী একটি পিকআপ সবজিতে পানি দেওয়ার জন্য রাস্তার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায়।
এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে যায়। সেই পিকআপের নিচে চাপা পরে আফছার আলী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পিকআপের নিচে আফছার আলী টেনে বের করলে দেখা যায় তার মৃত্যু হয়েছে। এ সময় পিকআপ চালক পালিয়ে গেলে স্থানীয়রা পিকআপটি ঠেলে রাস্তার পাশে রেখে দেয় এবং নিহত আফছার আলীর মরদেহ তার স্বজনরা বাসায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌমাসিয়া পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)