ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় খেলা শেষে প্রতিবেশী শিশুদের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তানভীর জামান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত তানভীর চুটচুটিয়া গছ গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চুটচুটিয়া গছ গ্রামের এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে শিশু তানভীর বাড়ির পাশে তার প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলেন। এর মাঝে পাশে থাকা পুকুরে সবাই মিলে গোসল করতে নামেন। সাঁতার না জানায় গোসলের মাঝে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পাশে থাকা শিশুরা তাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসে। তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)