ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ ৯টি ব্যাংকের পে-অর্ডার চেক ও ব্যাংক গ্রান্টি নেবেনা বন্দর কর্তপক্ষ। প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো:আবদুশ শাকুর স্বাক্ষরিত চিটিতে বিভাগীয় প্রধান দের কে এ তথ্য জানানো হয়।চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন,বন্দরের বিভিন্ন কাজকে চেক,ব্যংক গ্রান্টি নেয়া গহয় বন্দরের বিভিন্ন বিভাগে।তাই বন্দর কর্তৃপক্ষ যাতে নগদায়নে সমস্যায় না পড়ে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।ব্যংক গুলো হচ্ছে ,ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পি,এল,সি,ন্যাশনাল ব্যাংক পি,এল,সি,বাংলাদেশ কমার্স ব্যাংক পি,এল,সি,সোসাল ইসলামী ব্যাংক পি,এল,সি,ইসলামী ব্যাংক পি,এল,সি, গ্লোবাল ইসলামী ব্যংক পি,এল,সি,ইউনয়ন ব্যাংক পি,এল,সি,পদ্ধা ব্যাংক পি,এল,সি,আই সি,বি ইসলামী ব্যাংক পি,এল,সি।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)