ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে গত দুদিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগার ব্যাটাররা। যা চোখ এড়ায়নি সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলেরও।নিজের দেশের পারফরম্যান্সে হতাশ কামরান। পাকিস্তানের কাছে তার আশা এখন কেবল ম্যাচ ড্রয়ের।নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন, '১১৭ রানের লিডের পরও বাংলাদেশের মতো তুলনামূলকভাবে দুর্বল টেস্ট দলের বিরুদ্ধে পাকিস্তানের জিততে না পারা দলের মধ্যে গুরুতর সমস্যাগুলো তুলে ধরে। টেস্ট ম্যাচগুলো একটা দলের দক্ষতার একটা সত্যিকারের পরীক্ষা। আমরা কেবল আশা করতে পারি যে পাকিস্তানের দল বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি ড্র করতে সক্ষম হবে।'পাকিস্তানের ক্রিকেটের দুর্বলতার পাশাপাশি টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সকে বড় করে দেখছেন কামরান, 'বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভালো খেলেছে।
সাহসিকতা, টেম্পারমেন্ট এবং চমৎকার শট নির্বাচন করেছে। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন র্যাংকিংয়ের দলগুলোর একটি হিসেবে ড্র নিশ্চিত করার জন্য তাদের পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে হবে।'মুশফিকুর রহিম গতকাল আউট হয়েছেন ১৯১ রানে। তবে কামরান মনে করছেন মুশফিকের ডাবল সেঞ্চুরি প্রাপ্য ছিল, 'এটি দুর্ভাগ্যজনক যে রহিম ২০০ রানে পৌঁছাতে পারেননি, কিন্তু তার ইনিংসটি প্রশংসনীয় ছিল।'
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি...
গাজীপুর প্রতিনিধিঃ কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
মন্তব্য ( ০)