ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উযদাপিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় এ উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা ও গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান কর্মসূচির আয়োজন করে থিয়েটার অঙ্গন।
গ্রাম থিয়েটারের শ্লোগান ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ ও ‘গণহত্যা মানেই ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যৎকে ধ্বংস করা’ সেলিম আল দীনের এই অমর বাণী ধারণ করে গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন থিয়েটার অঙ্গন জামালপুর নাট্যাচার্যের জন্মজয়ন্তী উদযাপন আয়োজন করে।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমানের সভাপতিত্বে নাট্যাকার আসাদুল্লাহ ফারাজী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বক্তব্য রাখেন।
এরপর ব্রহ্মপুত্র নদে গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে রাধাচূড়া গাছের চারা রোপন করা হয়। এসব কর্মসূচিতে থিয়েটার অঙ্গনের সদস্য ও অন্যান্য অতিথিরা অংশ নেন।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)