• রাজনীতি

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ যুবলীগের বিক্ষোভ সমাবেশ

  • রাজনীতি
  • ০১ আগস্ট, ২০২৪ ২০:০৮:২৫

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামাত শিবিরের হত্যা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানা রোড থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মুনসুর। 

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক দুলাল ভূইয়া, আব্দুল গণী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালীউল্লাহ রাসেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo