• অপরাধ ও দুর্নীতি

পাবনায় অস্ত্র সহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩১ জুলাই, ২০২৪ ১৮:১৩:২৬

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় দেশীয় তৈরী একটি অস্ত্রসহ সনজু খান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক সনজু খান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার খালিসপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া বাজার এলাকার জনৈক আব্দুল বাতেন বিশ্বাসের ‘স’ মিল এর সামনে থেকে সনজু খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ওয়ান শুটারগান জব্দ করা হয়।

বুধবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য ( ০)





  • company_logo