• বিনোদন

এবার অভিষেককে ছাড়াই দেশ ছেড়েছেন ঐশ্বরিয়া

  • বিনোদন
  • ৩১ জুলাই, ২০২৪ ১৫:৩৮:০৪

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। বিভিন্ন দিক থেকে তাদের সম্পর্কের মুখরোচক নানান খবর শোনা যাচ্ছে অনেক দিন ধরে।

তবে ঐশ্বরিয়া-অভিষেক এ নিয়ে কোনো কথা বলছেন না। এদিকে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গেছে, ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যাকে নিয়ে স্বামী অভিষেক ছাড়াই দেশ ছেড়েছেন। 

সংবাদ সূত্রে জানা গেছে, ঐশ্বরিয়াকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটানোর আমেজে দেখা গেছ। জেরি রেইনার নামের এক ভক্তের সঙ্গে নিউইয়র্কের রাস্তায় একটি সেলফি তুলেছেন তিনি। এতে দেখা গেছে ঐশ্বরিয়া ছুটির আমেজে রয়েছেন। সেই ভক্ত ছবিটি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এদিকে ‘সংবাদ প্রতিদিন’ জানাচ্ছে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নিউইয়র্কে গিয়েছেন ঐশ্বরিয়া। বেশ কয়েকদিন সেখানেই থাকবেন। এমনকী কাজ শেষে নাকি একা একাই নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আরও ভ্রমণ করবেন সেখানের বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান।

 মাসখানেকেরও বেশি সময় ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তার ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জেরেই নাকি ঐশ্বরিয়া বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। পারিবারিক সম্পত্তির কারণেই নাকি সমস্যা তৈরি হয়েছে।

এদিকে বেশ কয়েকটি অনুষ্ঠানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি আলাদা আলাদাভাবে অংশ নিয়েছেন। ফলে এ গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে অভিষেকের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের আলোচনা আরও বেগবান হয়। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেক অনন্ত-রাধিকার বিয়েতে আলাদা আলাদাভাবে উপস্থিত হন। এরপর তাদের সম্পর্ক নিয়ে তারা গণমাধ্যমের শিরোনামে আসেন।

মন্তব্য ( ০)





  • company_logo