ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বরাবরই সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) হোক বা ইনস্টাগ্রাম, নানা ধরণের আপডেট দিয়ে থাকেন তিনি। তবে বর্তমানে ভালো যাচ্ছে না বচ্চন পরিবারের সময়। অভিষেক-ঐশ্বরিয়ার বিষয়টি নিয়ে খানিকটা অস্বস্তিতে আছেন তারা।
এসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যার ক্যাপশন ছিল 'এখনো অগ্নিপথ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন অগ্নিপথ থেকে কাজের জন্য দৌড়াচ্ছি।’
ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরা অবাক হয়েছিলেন। তবে ভিডিও ক্লিপটি অগ্নিপথের ছিল না, অমিতাভ অভিনীত ‘আকাইলা’ সিনেমার ভিডিও ছিল।
অনেকেই এ ভিডিওর বিষয়ে কমেন্ট করে জানানোর পরে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চেয়েছেন এ কিংবদন্তী অভিনেতা। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্ষমা চাইছি, ছবিটা অগ্নিপথের ভেবে ভুল করে দিয়েছিলাম, ওটা ‘আকাইল’-এর ক্লিপ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’
বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৯৮৯ এডি’। দর্শকদের মুখে মুখে শুধু অমিতাভের অভিনয়ের প্রশংসা। সিনেমা সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। কল্কির এই সাফল্য উপভোগ করছেন অমিতাভ।
কয়েকদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবিও শেয়ার করেছিলেন। বড় হাতের মতো কাঠামোর সামনে তার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চারদিকে আলো ঝুলছে। ক্যাপশনে লিখেছিলেন, ‘আরে…কল্কির কাজ চলছে। খুব ঘুরছি।’
উল্লেখ্য, ‘কৌন বানেগা ক্রোরপতি’-এর শুটিং শুরু করেছেন অমিতাভ। গত সপ্তাহে শো-এর সেট থেকে তার ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেতা। সাদা কালো ছবি। দু’হাত দু’দিকে ছড়িয়ে দর্শকদের স্বাগত জানাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘T 5082 – KBC-এর ১৬তম সিজন নিয়ে ফিরছি।’ এই নিয়ে অমিতাভ অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তুঙ্গে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষন...
মন্তব্য ( ০)