ছবিঃ সিএনআই
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
শনিবার (২৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনকারীরা।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আমাদের যে দাবি ছিলো তা মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকান্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবেনা। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাকৃবির চলমান কোটা আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)