ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেটেস্ট শো অন আর্থ ‘অলিম্পিক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঠিক আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে বড়সড় হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে একাধিক জায়গায় উচ্চ-গতির ট্রেন লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসের চেষ্টা হয়েছে ট্রেন চলাচল ব্যবস্থা।
ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ট্রেন সেবা স্বাভাবিক হতে এক সপ্তাহ লেগে যেতে পারে।
ফ্রান্সের সরকারি রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানায়, পুরো রেল ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। পুরো রেল ব্যবস্থাকে পঙ্গু করে দিতেই এই হামলা।
এই হামলার ফলে অন্তত অন্তত ৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে ট্রেনে যাতায়াত করা যতটা সম্ভব এড়িয়ে চলতে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কারা কোন উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। শুক্রবার উদ্বোধন হবে অলিম্পিকের। তার আগেই অবশ্য বেশকিছু ইভেন্টে খেলা শুরু হয়েছে।
জানা গেছে, ফ্রান্সের একাধিক এলাকায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেল ব্যবস্থা পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্যই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন ও পরিচালন অবকাঠামোয়। রাতের অন্ধকারে একই সময়ে একাধিক এলাকায় এই তাণ্ডব চালানো হয়। অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন— ফরাসি রেলের এই তিনটি শাখা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)