• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ইসরায়েলে ভয়াবহ ড্রোন ও দুই শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫:২৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনী শনিবার (২৬ অক্টোবর) যখন ইরানে হামলায় ব্যস্ত, তখন লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উড়ে আসা কমপক্ষ্যে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

হিজবুল্লাহর যোদ্ধারা শনিবার ভোর থেকে লেবাননের সীমান্তবর্তী পশ্চিম গ্যালিলির পাশাপাশি সীমান্ত শহর কিরিয়াত শমোনা, মেটুলা এবং তেলহাই শহরে রকেট হামলা চালিয়েছে, কিন্তু কোনো আহতের খবর পাওয়া যায়নি।এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা তেলআবিবের দক্ষিণে তেলনফ বিমানবাহিনী ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ছাড়াও, হিজবুল্লাহ সারাদিনে উত্তর ইসরায়েলে প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করেছে।

এর মধ্যে লেবানন থেকে পশ্চিম গ্যালিলে ১৫টি রকেট হামলা চালানো হয়েছিল, যার মধ্যে কিছু বাধা দেওয়া হয়েছিল এবং বাকিগুলি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে দাবি ইসরায়েলের।রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি তথ্য জানায়নি ইসরায়েল, তবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্থানে হামলার পর সেসব স্থানে আগুন ধরে গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী- আইডিএফ শনিবার দাবি করেছে, তাদের ৯১তম ডিভিশনের সেনারা এই সপ্তাহে দক্ষিণ লেবাননে চারটি ট্রাক-মাউন্ট করা রকেট লঞ্চার জব্দ করেছে। লঞ্চারগুলিতে প্রায় ১৬০টি রকেট বোঝাই ছিল।ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে।এদিকে, প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইরানপন্থী এই গোষ্ঠী গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরইমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে বসতি থেকে সরিয়ে নিয়েছে।শনিবার (২৬ অক্টোবর) ইরানে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। 

মন্তব্য ( ০)





  • company_logo